আজকের শিরোনাম :

সৌদিতে কাজে ফিরতে আগ্রহীদের যেসব নির্দেশনা দিলো মন্ত্রণালয়

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২০, ১৬:০৬

ছবি- সংগৃহীত
সৌদি দূতাবাসের ভিসা প্রার্থীরা এবং সৌদি এয়ারলাইন্স ও বাংলাদেশ বিমানে টিকিট করতে ইচ্ছুকদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে। 

পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে সৌদি ফিরতে ইচ্ছুকদের কয়েকটি জরুরি বিষয়ে করণীর কথা জানিয়েছে। এতে তাদের বিশৃঙ্খলা না করে নিয়মতান্ত্রিকভাবে টিকিট ক্রয় ও ভিসার আবেদন জমা দেয়ার অনুরোধ জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভিসার মেয়াদ বৃদ্ধির ক্ষেত্রে দূতাবাস অনুমোদিত এজেন্সির মাধ্যমে আবেদন করতে হবে। যাত্রীদের টিকিট নবায়নের জন্য পুরাতন টিকিট, পাসপোর্ট এবং সৌদি আরবের অনুমোদিত কাগজপত্র সঙ্গে রাখতে হবে।

টিকিট পাওয়ার পর প্রবাসীদের সৌদি আরবের নিয়মানুসারে, করোনা নেগেটিভ সার্টিফিকেট থাকতে হবে। একই সঙ্গে করোনা পরীক্ষার নমুনা জমা দেওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে আগ্রহীদের সৌদি আরবে পৌঁছাতে হবে। ৪৮ ঘণ্টার সময় গণনা শুরু হবে নমুনা সংগ্রহের সময় থেকে। যাত্রীদের কোভিড-১৯ নেগেটিভ টেস্ট ফলাফলের ছয়টি কপি সঙ্গে রাখতে হবে। রাজধানীর মহাখালীতে ডিএনসিসি (মহাখালী বাসস্ট্যান্ডের কাছে) করোনা স্যাম্পল কালেকশন কেন্দ্রেই সৌদি আরবগামীদের পরীক্ষা করতে হবে।

এদিকে যাত্রীদের সৌদি আরবে প্রবেশের ক্ষেত্রে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক জারি করা কোভিড-১৯ স্বাস্থ্য সুরক্ষা নিয়ন্ত্রণ এবং পদক্ষেপগুলো মানতে হবে। সৌদিগামী যাত্রীদের তাদের ‘আবশার’ (Absher) অ্যাকাউন্ট থেকে ভিসার বৈধতা যাচাই করতে পারবেন।

এছাড়া বিমানের ফ্লাইট ছাড়ার ৬ ঘণ্টা আগে যাত্রীদের স্মার্ট ফোনসহ বিমানবন্দরে উপস্থিত হতে হবে। বিমানে বোর্ডিংয়ের আগে যাত্রীদের অবশ্যই সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের ডিসক্লেইমার ফর্ম পূরণ এবং স্বাক্ষর করতে হবে। সৌদি বিমানবন্দরে প্রবেশের সঙ্গে সঙ্গে বিমানবন্দর স্বাস্থ্য নিয়ন্ত্রণ কেন্দ্রে পূরণ ও স্বাক্ষর করা ফর্মটি জমা দিতে হবে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্দেশাবলি অমান্য করলে সিভিল এভিয়েশন আইনের ১৬৩ অনুচ্ছেদ অনুযায়ী বড় অঙ্কের জরিমানা আরোপিত হবে।  যাত্রীদের অবশ্যই সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের ডিসক্লেইমার ফরমে (অনুচ্ছেদ-২) উল্লেখিত ‘Tataman and Tawakkalna Apps’  ডাউনলোড করতে হবে। সৌদি আরবে পৌঁছানোর ৮ ঘণ্টার মধ্যে Tataman app-এর মাধ্যমে তাদের আবাসস্থলের অবস্থান জানাতে হবে।

এছাড়া সৌদিতে পৌঁছানোর পর ৭ দিন নিজের বাসায় সেলফ কোয়ারেন্টাইনে থাকতে হবে। সব যাত্রীকে কোভিড-১৯-এর উপসর্গগুলোর প্রতি খেয়াল রাখতে হবে। কোনো উপসর্গ দেখা গেলে তাৎক্ষণিকভাবে ৯৩৭-এ কল করতে হবে। প্রয়োজনে প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র যেতে হবে। Tataman app-এ যাত্রীদের অবশ্যই প্রতিদিনের স্বাস্থ্য মূল্যায়ন করতে হবে।


এবিএন/ইমরান/জসিম/এসই   

এই বিভাগের আরো সংবাদ