আজকের শিরোনাম :

বনানীতে অবৈধ সাইনবোর্ড উচ্ছেদ অভিযানে ডিএনসিসি

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২০, ১৪:০৪

রাজধানীর বনানী ১১ নম্বর সড়কের চেয়ারম্যান বাড়ি এলাকার অবৈধ বিলবোর্ড, সাইনবোর্ড ও শপ সাইনবোর্ড উচ্ছেদে অভিযান চালাচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।  

আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল পৌনে ১১টার দিকে ডিএনসিসি মেয়র আতিকুল ইসলামের উপস্থিততে এ অভিযান শুরু হয়।

বনানী ১১ নম্বর সড়কের সামনে ইউনিভার্সিটি, ক্লিনিকসহ বিভিন্ন প্রতিষ্ঠানের অবৈধ সাইনবোর্ড উচ্ছেদ করা হচ্ছে।  

নির্বাহী ম্যাজিস্টেট মোতাকাব্বির আহমেদের নেতৃত্বে সিটি করপোরেশনের একটি দল এ অভিযান পরিচালনা করছে।  

ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম ছাড়াও অভিযানে সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।  

সিটি করপোরেশনের কর্মকর্তারা জানান, শুক্রবার দিনব্যাপী চেয়ারম্যান বাড়ি এলাকায় অবৈধ সাইনবোর্ড, বিল বোর্ডের উচ্ছেদ অভিযান চলবে।  

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ