আজকের শিরোনাম :

করের পরিধি বাড়াতে সেপ্টেম্বরে উত্তর সিটিতে চিরুনি অভিযান

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ আগস্ট ২০২০, ১৭:১৩

পয়লা সেপ্টেম্বর থেকে ঢাকা উত্তর সিটিতে করের পরিধি বাড়ানোর জন্য চিরুনি অভিযান চালানো হবে। এমনটা জানালেন মেয়র আতিকুল ইসলাম। এদিকে, বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম।

বুধবার (১২ আগস্ট) দুপুরে রাজধানীর উত্তরায় ঈদুল আজহায় কাজ করা পরিচ্ছন্নতা সংশ্লিষ্টদের নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তাজুল ইসলাম। অনুষ্ঠানে মন্ত্রী জানান, ঘরের আঙ্গিনা পরিষ্কার রাখতে হবে। এসময় পরিষ্কার পরিচ্ছনতাকে গুরুত্ব দেয়ার আহ্বান জানান তিনি।

এদিকে একই অনুষ্ঠানে উত্তরের মেয়র জানান, রাজধানীতে কোনো ঝুলন্ত ক্যাবল থাকবে না। ঈদুল আজহায় বর্জ্য ব্যবস্থাপনার জন্য পরিচ্ছন্নতা কর্মীদের ধন্যবাদ জানান তিনি। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের নিহত সদস্যদের জন্য নিরবতা পালন ও দোয়া করা হয়।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ