আজকের শিরোনাম :

তীব্র স্রোতে কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ আগস্ট ২০২০, ১৬:০৯

তীব্র স্রোত ও বৈরি আবহাওয়ায় কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। এদিকে, ঈদের ছুটি শেষে ঘাটগুলোতে রাজধানীমুখী যাত্রীদের ঢল নেমেছে।

বুধবার রাতে, মুন্সিগঞ্জের শিমুলিয়ায় ৪ নম্বর ফেরিঘাট পদ্মায় বিলীন হয়ে গেছে। দুই নম্বর ঘাটও ভাঙনের আশঙ্কায় বন্ধ রাখা হয়েছে। ফলে মাত্র একটি ঘাট দিয়ে সীমিত আকারে ফেরি চলাচল করছে। তীব্র ভাঙনে ২৮শে জুলাই শিমুলিয়ার ৩ নম্বর রো রো ফেরিঘাটটিও বিলীন হয়ে যায়।

এদিকে, শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুট হয়ে রাজধানীমুখী যাত্রীদের ঢল নেমেছে। ভোর থেকে যাত্রীদের ভিড় বাড়তে শুরু করে।  বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রী চাপ বেড়েছে। পদ্মার প্রচণ্ড স্রোতে নৌযান চলাচলে বিঘ্ন হচ্ছে। কাঁঠালবাড়ি ঘাটে পারাপারের অপেক্ষায় ছোট বড় দুই শতাধিক যানবাহন।  

এছাড়া, দৌলতদিয়া-পাটুরিয়া ঘাটে ফেরি চলাচল ব্যাহত হলেও, যাত্রী ও যানবাহনের চাপ না থাকায় নির্বিঘ্নে রাজধানী ফিরছে মানুষ। এই রুটে ১৬টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ