আজকের শিরোনাম :

‘হিমায়িত মাংস আমদানিতে আগ্রহ নেই সরকারের’

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ আগস্ট ২০২০, ১৪:৪১ | আপডেট : ০৩ আগস্ট ২০২০, ১৪:৪৪

করোনার কারণে এবার আগের চেয়ে কম পশু কোরবানি হয়েছে। অনেকে সুযোগের অভাবে কোরবানি দিতে পারেননি। কিন্তু তার প্রভাব পশু বিক্রিতে পড়েনি বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।

সাংবাদিকদের তিনি বলেন, কোরবানির পশু বিক্রি নিয়ে খামারিরা যে আশঙ্কায় ছিলো, সে রকম কিছু হয়নি। প্রায় সব পশুই বিক্রি হয়েছে। এবার ভারত ও মিয়ানমার থেকে গরু আমদানি হয়নি। দেশিয় গরু দিয়ে কোরবানি হয়েছে বলে জানান তিনি।

মন্ত্রী বলেন, ভারত ও অন্য দেশ থেকে হিমায়িত মাংস আনতে সরকারের আগ্রহ নেই; দেশেই পর্যাপ্ত মাংস উৎপাদন হয়।

এবারের ঈদ অনেকটা শঙ্কা ও প্রতিকুলতার মধ্যে হয়েছে। এরমাঝেও দেশের জনগণ ঈদ উদযাপন করেছেন বলে জানান মন্ত্রী।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ