আজকের শিরোনাম :

গ্যাসে বসছে এক কোটি প্রি-পেইড মিটার: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ আগস্ট ২০২০, ১৩:২২ | আপডেট : ০৩ আগস্ট ২০২০, ১৩:৩২

আগামী নির্বাচনের আগে গ্যাসের ক্ষেত্রে এক কোটি প্রি-পেইড মিটার বসানো হবে। একইসাথে তিন-চার বছরের মধ্যে সকল এলাকার বিদ্যুতের লাইন ভূগর্ভস্থ করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।

সকালে সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিং এ অংশ নিয়ে তিনি বলেন, বন্যায় বেশকিছু এলাকায় বিদ্যুতের সংযোগ ক্ষতিগ্রস্ত হয়েছে। পানি নামতে দেরি হওয়ায় এক্ষেত্রে সমস্যা হচ্ছে। তবে যেখানে সংযোগ ঠিক করার মতো অবস্থা আছে সেখানে ব্যবস্থা নেয়া হয়েছে।

এই সংকটেও বিদ্যুৎ ও গ্যাসের সমস্যা হবে না। ডিসেম্বরের মধ্যে গ্রিড এলাকাগুলোতে শতভাগ বিদ্যুৎ নিশ্চিত করা হবে বলেও জানান প্রতিমন্ত্রী।

ব্রিফিং এ অংশ নিয়ে ‘বাসা বাড়িতে পাইপলাইনে গ্যাস দেয়ার কোন পরিকল্পনা সরকারের নেই’- জানিয়ে জ্বালানী সচিব বলেন, জনগণকে বিকল্প এলপিজি সিলিল্ডার ব্যবহার করতে উদ্ভুদ্ধ করা হচ্ছে।

অতিরিক্ত বিদ্যুৎ বিলের বিষয়ে তিনি বলেন, করোনার সময়ে বিদ্যুতের বিল নিয়ে কিছু সমস্যা হয়েছিলো, তা ঠিক করে দিয়েছি। এখন আর এটা নিয়ে সমস্যা নেই। এরপরও কারও সমস্যা থাকলে তা সমাধান করে দেয়া হবে বলে জানান সচিব।

এসেসমন্টে সমস্যা হয়েছিলো জানিয়ে তিনি বলেন, যেখানে যেখানে সমস্যা হয়েছিল আমরা তদন্ত করে ব্যবস্থা নিয়েছি।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ