আজকের শিরোনাম :

উজবেকিস্তানের নতুন রাষ্ট্রদূত হলেন মো. জাহাঙ্গীর আলম

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ জুলাই ২০২০, ২১:০০

পররাষ্ট্র মন্ত্রণালয়ের আইন বিষয়ক শাখার অতিরিক্ত সচিব  মো. জাহাঙ্গীর আলমকে উজবেকিস্তানে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসাবে নিয়োগ দিয়েছে সরকার।

বৃহস্পতিবার (১৬ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মো. জাহাঙ্গীর আলম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) প্রশাসন ক্যাডারের ১৯৮৬ ব্যাচের কর্মকর্তা।  তিনি সচিবালয় ও মাঠ প্রশাসনে বিভিন্ন সক্ষমতার সঙ্গে দায়িত্ব পালন করেন। 

পররাষ্ট্র মন্ত্রণালয়ে তার বর্তমান অবস্থানের আগে তিনি অর্থনৈতিক সম্পর্ক বিভাগের এশিয়া উইংয়ের যুগ্ম-সচিব হিসাবে কাজ করেছেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে অনার্স এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।

এবিএন/জনি/জসিম/জেডি

এই বিভাগের আরো সংবাদ