আজকের শিরোনাম :

ঈদে সরকারি চাকুরিজীবীরা কর্মস্থল ত্যাগ করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ জুলাই ২০২০, ১৬:২৮

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ঈদে ছুটি থাকলেও সরকারি কর্মকর্তা-কর্মচারীরা কর্মস্থল ত্যাগ করতে পারবে না।  এছাড়া ঈদের আগেই পোশাক শ্রমিকদের জুলাই মাসের বেতন ভাতা পরিশোধ করতে হবে।  এজন্য বিজিএমইএ ও শ্রম মন্ত্রণালয় সমন্বয় করে কাজ করছে।

আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে সচিবালয়ে শ্রমিকদের বেতন ভাতা, আইনশৃঙ্খলাসহ ঈদ উপলক্ষে সার্বিক বিষয় নিয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইতোমধ্যেই পোশাক শ্রমিকদের জুন মাসের বেতন পরিশোধ করা হয়েছে।  শ্রমিকরা যেন ঈদের আগে জুলাই মাসের বেতন পান সেজন্য বিজিএমইএ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  সেভাবেই প্রত্যেক শ্রমিক ঈদের আগে বেতন পাবেন।

তিনি আরও বলেন, এবার ঈদে ৩ দিন ছুটি থাকবে।  পোশাক শ্রমিকদের ছুটির বিষয়ে বিজিএমইএ চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।  তবে সরকারি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা ঈদের ছুটিতে কর্মস্থল ত্যাগ করতে পারবেন না। জনগণের নিরাপত্তা, করোনাভাইরাসের প্রাদুর্ভাব এখনও শেষ হয়নি। এ কারণে প্রত্যেককেই নিজ নিজ কর্মস্থলে থাকতে হবে।

এবিএন/জনি/জসিম/জেডি

এই বিভাগের আরো সংবাদ