আজকের শিরোনাম :

ইতালির প্রধানমন্ত্রী বাংলাদেশিদের 'ভাইরাস বোমা' বলেননি: পররাষ্ট্র মন্ত্রণালয়

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ জুলাই ২০২০, ২১:২০ | আপডেট : ১১ জুলাই ২০২০, ২২:৩৯

ইতালির প্রধানমন্ত্রী জিউসেপ কোঁতে কোনো বাংলাদেশিকে 'ভাইরাসা বোমা' হিসেবে অভিহিত করেননি বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। শনিবার ইউএনবি মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানায়। 

পররাষ্ট্র মন্ত্রণালয় ইতালির সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কে প্রভাব পড়ে এমন সংবাদ প্রচার না করতে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াকে অনুরোধ জানায়। 

মন্ত্রণালয় জানায়, ইতালির প্রধানমন্ত্রী কখনোই একটি স্পানিশ টিভি চানেলেরর সঙ্গে সাক্ষাৎকারে কোনো জনগোষ্ঠীকে 'ভাইরাস বোমা' বলে অভিহিত করেননি। গণমাধ্যমের জন্য কোনা সংবাদ প্রচারের আগে এর সত্যতা যাচাই করা অবশ্যই জরুরি যেখানে দুই দেশের সম্পর্ক এবং বিদেশে বসবাসরত বাংলাদেশিদের স্বার্থ জড়িত। 

৭ জুলাই বাংলাদেশ থেকে যাওয়া যাত্রীদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক করোনাভাইরাস সংক্রমিত ব্যক্তি পাওয়ায় বাংলাদেশ থেকে সব ফ্লাইট এক সপ্তাহের জন্য নিষিদ্ধ করে ইতালি।

কিন্তু নিষেধাজ্ঞা সত্ত্বেও বাংলাদেশিদের নিয়ে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইট রোমে যাওয়ার পর বিমানটিকে ফেরত পাঠায় ইতালি কর্তৃপক্ষ।

তখন বাংলাদেশসহ ১৩ দেশের যাতায়াতে বিধি নিষেধ আরোপ করে ইতালি। এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন ইতালির প্রধামন্ত্রী। 

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ