আজকের শিরোনাম :

মুক্তিযুদ্ধের সাব-সেক্টর কমান্ডার শওকত আলী আর নেই

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ জুলাই ২০২০, ১১:১২

মুক্তিযুদ্ধের ১ নম্বর সেক্টরের সাব-সেক্টর কমান্ডার মেজর (অবসরপ্রাপ্ত) শওকত আলী বীর প্রতীক ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার সন্ধ্যার পর চট্টগ্রামের সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) এ চিকিৎসাধীন তার মৃত্যু হয়। 

তার ছেলে ইমরান মোরশেদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

রবিবার চট্টগ্রাম সেনানিবাসে প্রথম জানাজা ও বাদ জোহর গরীবুল্লাহ শাহ মাজার প্রাঙ্গণে দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

পরিবারের বরাত দিয়ে ফটিকছড়ির সাবেক সংসদ সদস্য মজহারুল হক শাহ চৌধুরী জানান, মেজর শওকত আলীর গ্রামের বাড়ি নওগাঁয় হলেও তার শেষ ইচ্ছায় চট্টগ্রামের গরীবুল্লাহ শাহ মাজার প্রাঙ্গণে দাফন করা হবে।

মেজর শওকত আলীর বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। কিছুদিন ধরে ডায়াবেটিস ও বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে চট্টগ্রামের সিএমএইচে চিকিৎসাধীন ছিলেন তিনি।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ