আজকের শিরোনাম :

ফায়ার সার্ভিসের নতুন নম্বর ০২২২৩৩-৫৫৫৫৫

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২১, ১৬:৩৯

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ফোন নম্বর গত এপ্রিল মাসে পরিবর্তন হয়েছে। বিদ্যমান ৯৫৫৫৫৫৫ নম্বরের পরিবর্তে ১১ ডিজিটের নতুন নম্বর হচ্ছে ০২২২৩৩-৫৫৫৫৫। নম্বরটি এখনও সাধারণ মানুষের কাছে পরিচিত না হওয়ায় তা পুনরায় জানিয়েছে ফায়ার সার্ভিস।

উল্লেখ্য, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স তথ্য পাওয়ার ভিত্তিতে সেবা প্রদান করে থাকে। সেবা গ্রহীতাদের তথ্য দেওয়ার একটি অন্যতম মাধ্যম হলো টেলিফোন। ১১ ডিজিটের এই নতুন ফোন নম্বরে যেকোনও ল্যান্ডফোন এবং মোবাইল ফোন থেকে সহজেই কল করা যাবে। এর জন্য অতিরিক্ত আর কোনও নম্বর চাপতে হবে না। ১১ ডিজিটের এই ফোন নম্বরের সাহায্যে একইসঙ্গে ১০ জন সেবা গ্রহীতা ফোন কল করার সুযোগ পাবেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইন বলেন, টেলিফোনে সেবা গ্রহণকারীদের জন্য উন্নত যোগাযোগ-সুবিধা নিশ্চিত করতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।’

গত ১১ এপ্রিল থেকে এই নতুন নম্বরে (০২২২৩৩-৫৫৫৫৫) ফায়ার সার্ভিসের সেবা দেওয়া যাচ্ছে।

এবিএন/জনি/জসিম/জেডি

এই বিভাগের আরো সংবাদ