আজকের শিরোনাম :

এখনই দূরপাল্লার বাস চলার অনুমতি নয়

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ মে ২০২১, ১৮:৫১

দূরপাল্লার বাস চালুর দাবিতে গতকাল শুক্রবার ঈদের দিন রাজধানীসহ দেশের বিভিন্ন বাস টার্মিনালে বিক্ষোভ করেন গণপরিবহন শ্রমিকরা। তবে ঈদের পরের দিন আজ শনিবার (১৫ মে) সরকারের পক্ষ থেকে লকডাউনের মেয়াদ ১৭ থেকে ২৩ মে পর্যন্ত বাড়ানো হলেও করোনা সংক্রমণ রোধে দূরপাল্লার বাস চলাচলে অনুমতি দেয়নি।

শনিবার (২৩ মে) জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন গণমাধ্যমকে বলেন, করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি স্বভাবিক না হওয়ায় এবং ভারতীয় ভ্যারিয়েন্টের কারণে চলমান ‘বিধিনিষেধ’ আরও এক সপ্তাহ বাড়ানোর প্রস্তাবে অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, করোনার সংক্রমণের কারণে কয়েকদফা বিধিনিষেধ বাড়ানোর পর সবশেষ ১৬ মে পর্যন্ত বাড়ানো হয়েছিল। দেশে করোনা ভাইরাসের সংক্রমণ না কমা এবং ভারতীয় ভ্যারিয়েন্টের কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৭ থেকে ২৩ মে আরও এক সপ্তাহ ‘বিধিনিষেধ’ বাড়ানোর প্রস্তাব অনুমোদন দেন।

এখনই দূরপাল্লার বাস চলার অনুমতি দেওয়া হচ্ছে না। আগের শর্তে আগামী এক সপ্তাহ ‘বিধিনিষেধ’ চলবে বলে জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী।

এবিএন/জনি/জসিম/জেডি

এই বিভাগের আরো সংবাদ