আজকের শিরোনাম :

স্বাস্থ্যবিধি মেনেই ঈদুল ফিতরের নামাজ আদায়

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ মে ২০২১, ০৮:৩৫

মহামারি করোনাভাইরাস সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব বজায় রাখাসহ সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে ঈদুল ফিতরের নামাজ আদায় হচ্ছে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে।

শুক্রবার সকালে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম ঘুরে দেখা যায়, সকাল ৬টা থেকেই ঈদের জামাতে অংশগ্রহণ করার জন্য ধর্মপ্রাণ মুসল্লিরা বায়তুল মোকাররম মসজিদের প্রবেশ করতে থাকেন। প্রবেশমুখে মসজিদ কর্তৃপক্ষের পক্ষ থেকে মুসল্লিদের হাতে হ্যান্ড স্যানিটাইজার দেওয়া হচ্ছে। এছাড়া যেসব মুসল্লিদের মুখে মাস্ক নেই তাদের মাস্ক দিয়ে ঢুকতে দেওয়া হচ্ছে।

দেখা যায়, সামাজিক দূরত্ব বজায় রেখে নামাজের প্রতিটি কাতার সারিবদ্ধভাবে করা হয়েছে। মসজিদের ভেতরে স্থান সংকুলান না হওয়ায় বাইরেও নামাজের কাতার করা হয়েছে।

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে নামাজ পড়তে আসা মুসল্লি খালিদ হোসেন বলেন, এ প্রথম জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের নামাজ পড়তে এসেছি। খুবই ভালো লাগছে। ভেবেছিলাম সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি  মানা হবে না। তবে এসে দেখি সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মানা হয়েছে। তবে কিছু মুসল্লি যাদের মাস্ক ছিল না তাদের মসজিদ কর্তৃপক্ষ মাস্ক সরবরাহ করেছে।

এবিএন/জনি/জসিম/জেডি

এই বিভাগের আরো সংবাদ