আজকের শিরোনাম :

লকডাউনে কারখানা খোলা রাখতে চায় বিজিএমইএ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ এপ্রিল ২০২১, ১৯:৩২

করোনা সংক্রমণ রোধে সরকার আগামী ১৪ এপ্রিল থেকে কঠোর লকডাউনে যাচ্ছে। এসময় অফিস ও যানচলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। তবে লকডাউনে পোশাক কারখানা খোলা রাখতে চায় তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমএ ও ইএবি। 

রোববার (১১ এপ্রিল) দুপুর ১২টায় এক সংবাদ সম্মেলনে সরকারের প্রতি এ আহ্বান জানানো হবে। বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন বিজিএমইর নতুন সভাপতি ফারুক হাসান। 

তিনি বলেন, তিনটি কারণে আমরা সরকারের কাছে লকডাউনে পোশাক কারখানা খোলা রাখতে চাই। এ বিষয়ে প্রধানমন্ত্রীর দফতরে রোববার বিজিএমইএর পক্ষ থেকে চিঠি দেওয়া হবে।


এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ