আজকের শিরোনাম :

আগামী দুই সপ্তাহের মধ্যে মশা নিয়ন্ত্রণে আসবে: তাপস

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ মার্চ ২০২১, ২০:১১

কিউলেক্স মশা নিয়ন্ত্রণে কৌশলগত কিছু ভুল ছিলো উল্লেখ করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন কৌশল পরিবর্তন করে যথাযথ পদক্ষেপ নেয়া হয়েছে।

এ সময় আগামী দুই সপ্তাহের মধ্যে মশা নিয়ন্ত্রণে আসবে বলেও দাবি করেন তিনি। বিকেলে রাজধানীর ডেমরায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তাপস।

ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস আরও বলেন,'আমরা যে কার্যক্রম নিয়েছি তাতে মশার উপদ্রব এখনই কমতে শুরু করেছে। আমাদের কৌশলে একটু ভুল হয়েছে। নভেম্বর থেকে আমাদের কিউলেক্সের ব্যাপরে ব্যবস্থা নেয়া উচিত ছিলো।'
 
এছাড়া ওয়াসার কাছ থেকে বুঝে নেয়া খাল দখলমুক্ত করে দ্রুত রাজধানীবাসীকে এর সুফল ভোগ করার সুযোগ দেয়া হবে বলেও মন্তব্য মেয়রের।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ