আজকের শিরোনাম :

একে আবদুল মোমেনের সঙ্গে বৈঠকে জয়শঙ্কর

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ মার্চ ২০২১, ১৩:২৫

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসেছেন। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এই বৈঠক শুরু হয়। 

কয়েক ঘণ্টার সফরে আজ সকাল ১০টার দিকে ঢাকায় এসে পৌঁছান ভারতের পররাষ্ট্রমন্ত্রী।

তিনি ভারতীয় বিমানবাহিনীর একটি বিশেষ ফ্লাইটে দিল্লি থেকে ঢাকায় পৌঁছান। ঢাকায় বিএএফ বঙ্গবন্ধু ঘাঁটিতে তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।

মূলত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিষয়টি চূড়ান্ত করতে ঢাকায় এলেন জয়শঙ্কর। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে দুদিনের সফরে ২৬ মার্চ বাংলাদেশে আসার কথা রয়েছে নরেন্দ্র মোদির।

দুপুরের পর গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এস জয়শঙ্কর।

বিকালে ভারতীয় হাইকমিশনে নাগরিক সমাজের একটি প্রতিনিধি দলের সঙ্গে এস জয়শঙ্কর মতবিনিময় করবেন। সন্ধ্যায় তিনি দিল্লি ফিরে যাবেন।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ