আজকের শিরোনাম :

কেন্দ্রীয় শহীদ মিনারে শাহীন রেজা নূরের মরদেহ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ মার্চ ২০২১, ১১:৪৪

প্রখ্যাত সাংবাদিক শাহীন রেজা নূরের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে আসা হয়েছে।

আজ বুধবার (৩ মার্চ) সকাল ১০টা ৫০ মিনিটে মরদেহ শহীদ মিনারে নিয়ে আসা হয়।

এর আগে ভোর ৬টার দিকে শাহীন রেজা নূরের মরদেহ বিমানবন্দর থেকে রাজধানীর আসাদ এভিনিউয়ে তার বাসায় নেওয়া হয়। সেখানে সকাল ১০টায় প্রথম জানাজা দেওয়া হয়। জানাজা শেষে শ্রদ্ধা নিবেদনের জন্য সকাল ১০টা ৫০ মিনিটে শহীদ মিনার নিয়ে আসা হয়। এখান বেলা সাড়ে ১২টা পর্যন্ত রাখা হবে। বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদে দ্বিতীয় জানাজা হবে। বিকেল ৩টায় মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ প্রাঙ্গণে তৃতীয় জানাজা শেষে বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে।

শাহীন রেজা নূর অগ্ন্যাশয় ক্যান্সারে আক্রান্ত হয়ে গত ১৩ ফেব্রুয়ারি কানাডার ভ্যাঙ্কুভারে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

প্রজন্ম একাত্তরের সাবেক সভাপতি শাহীন রেজা নূর মুক্তিযুদ্ধে শহীদ হওয়া সাংবাদিক সিরাজুদ্দীন হোসেনের ছেলে।

এবিএন/জনি/জসিম/জেডি

এই বিভাগের আরো সংবাদ