আজকের শিরোনাম :

স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচিতে পুলিশের বাধা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ মার্চ ২০২১, ১৫:১৩

কারাগারে লেখক মুস্তাক আহমেদের মৃত্যুর সুষ্ঠু তদন্ত, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও গ্রেফতার নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবিতে প্রগতিশীল ছাত্র সংগঠনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি পুলিশের বাধার মুখে পড়েছে। 

আজ সোমবার দুপুরে মিছিল নিয়ে সচিবালয়ের যাওয়ার পথে শিক্ষা ভবনের সামনে সংগঠনটির নেতাকর্মীদের বাধা দেয় পুলিশ। বাধা পেয়ে সেখানে পুলিশের মুখোমুখি অবস্থানে নেন তারা।

এখন সচিবালয়ের কাছে পুলিশের বাধার মুখেই তারা বিক্ষোভ করছেন।   

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দি অবস্থায় গত বৃহস্পতিবার মারা যান লেখক মুশতাক আহমেদ।  পরদিন শুক্রবার মুশতাকের মৃত্যুর প্রতিবাদ ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে মশালমিছিল করতে গেলে শাহবাগে পুলিশের সঙ্গে বামপন্থী ছাত্রসংগঠনগুলোর নেতাকর্মীদের সংঘর্ষ হয়।  

ওইদিন বাম ছাত্রসংগঠনের ৭ নেতাকর্মী আটক করে পুলিশ। পরে তাদের বিরুদ্ধে পুলিশ ‘হত্যা চেষ্টার’ মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এ ছাড়া খুলনা থেকে শুক্রবার রাতে গ্রেফতার হন বামপন্থী শ্রমিক নেতা রুহুল আমিন। তারা সবাই এখন কারাগারে আছেন।

তাদের মুক্তিসহ তিন দফা দাবিতে আজ সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্মসূচি ঘোষণা করা হয়।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ