আজকের শিরোনাম :

গ্রামকে শহর বানানো সরকারের লক্ষ্য নয়: তাজুল ইসলাম

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২১, ১৭:০১

গ্রামকে শহর বানানো সরকারের লক্ষ্য নয়, বরং গ্রামে শহরের যাবতীয় আধুনিক সুযোগ-সুবিধা তৈরি করতে হবে-এমনটি জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম। 

বুধবার সকালে সচিবালয়ে 'আমার গ্রাম, আমার শহর' প্রতিপাদ্যে দেশের প্রতিটি গ্রামে আধুনিক সুযোগ-সুবিধা সম্প্রসারণের লক্ষ্যে, কর্মপরিকল্পনা বাস্তবায়নে গঠিত আন্তঃমন্ত্রণালয় কমিটির দ্বিতীয় সভায় একথা জানান তিনি।  

মন্ত্রী জানান, মন্ত্রণালয়গুলো থেকে আসা একাধিক প্রস্তাব মূল্যায়ন করে দেখা গেছে, অনেক প্রস্তাবই 'আমার গ্রাম, আমার শহর' প্রতিপাদ্যের সাথে সঙ্গতিপূর্ণ নয়।  এসব নিয়ে আরও আলোচনার প্রয়োজন বলেও জানান তিনি।  

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ