samsun escort

হট গায়িকা শাকিরা আসছেন নতুন বছরে...

হট গায়িকা শাকিরা আসছেন নতুন বছরে...
ঢাকা, ১৯ ডিসেম্বর, এবিনিউজ : ওয়াকা ওয়াকা খ্যাত কলম্বিয়ান সেক্সি পপগায়িকা শাকিরার নতুন একটি গান বছরের শুরুতেই মুক্তি পাচ্ছে। একই সাথে আসছে গানটির মিউজিক ভিডিওটিও। ইতোমধ্যেই মিউজিক ভিডিওর কাজও শেষ হয়েছে। সব কিছু মিলিয়ে দীর্ঘ ৪ বছর পর একটি নতুন এলবামও উপহার দিচ্ছেন শাকিরা। ওই এলবামেরই একটি গান প্রকাশিত হবে আগামী জানুয়ারি মাসে। অবশ্য এখন পর্যন্ত এলবাম কিংবা ওই গানটির শিরোনাম প্রকাশ করা হয়নি। নতুন এলবামটি তিনি উৎসর্গ করেছেন তার সন্তানের পিতা ও প্রেমিক স্প্যানিশ ফুটবল তারকা জেরার্ড পিকেকে। এর আগে শাকিরার সর্বশেষ একক এলবাম ‘সেল এল সোল’। এটি মুক্তি পেয়েছিল ২০১০ সালে। প্রায় চার বছর বিরতির পর নতুন এলবাম নিয়ে আসছেন ৩৬ বছর বয়সী কলম্বিয়ান এ সংগীত তারকা।
গত ২০১০ সালে আর্জেন্টিনার সাবেক প্রেসিডেন্টের ছেলে এন্টোনিও ডে লা রুয়া ও শাকিরা তাদের ১১ বছরের প্রেমের ইতি টানেন । সে বছরই বয়সে ১০ বছরের ছোট জেরার্ড পিকের সঙ্গে তার প্রথম সাক্ষাৎ হয়। তিনি ২০১১ সালের মার্চে পিকের সঙ্গে প্রেমের বিষয়টি প্রথমবারের মতো জনসমক্ষে স্বীকার করেন। এর পর ২০১২ সালের সেপ্টেম্বরে তিনি অন্তঃসত্ত্বা হওয়ার ঘোষণা দেন। চলতি বছরের ২২ জানুয়ারি স্পেনের বার্সেলোনার একটি ক্লিনিকে প্রথম সন্তানের জন্ম দেন তিনি। শাকিরা ও জেরার্ড পিকে তাদের ছেলের নাম রাখেন মিলান পিকে মেবারক।
যোসেফ কানের নির্দেশনায় নতুন গানটির মিউজিক ভিডিওর শুটিং শেষ করেছেন বলে নিশ্চিত করেছেন শাকিরা। এ প্রসঙ্গে এক টুইটার বার্তায় তিনি লিখেন, সম্প্রতি আমার নতুন এলবামের প্রথম গানের মিউজিক ভিডিওর শুটিং শেষ করলাম। এর নির্দেশনা দিয়েছেন যোসেফ কান।

এবিএন/বৃহস্পতি-১ম/সেক্স এন্ড গসিপ/আন্তর্জাতিক/ডেস্ক/ডিবি/মুস্তাফিজ/এমআর