আজকের শিরোনাম :

বাঁচতে হবে

  ইয়াফেস ওসমান

২৩ সেপ্টেম্বর ২০২০, ১৫:২৫ | আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২০, ১৫:৩০ | অনলাইন সংস্করণ

যদি বেঁচে যাও করোনার কালে 
যদি কেটে যায় মৃত্যুর ভয়
যেন বিজ্ঞান লড়ে গেছে একা 
নাই ভয় হবে মানুষেরই জয়।

বাঙালির সেরা ইতিহাস বলে
লড়াই করেই বাঁচতে হয়
যেন বিজ্ঞান লড়ে গেছে একা
নাই ভয় হবে মানুষেরই জয়।

জাতির পিতার দেখানো পথে
বাঙালির সদা বিজয় হয়
যেন বিজ্ঞান লড়ে গেছে একা
নাই ভয় হবে মানুষেরই জয়।

পিতার কন্যা দিয়েছেন ডাক  
লড়েতে হবে ভুলে যত ভয়
যেন বিজ্ঞান লড়ে গেছে একা 
নাই ভয় হবে মানুষেরই জয়।

বাঁচতে হলে করোনার কালে
লড়ে যাও ভুলে মৃত্যুর ভয়
যেন বিজ্ঞান লড়ে গেছে একা 
নাই ভয় হবে মানুষেরই জয়।

বাঙালির সেরা ইতিহাস বলে 
লড়াই করেই বাঁচতে হয়
যেন বিজ্ঞান লড়ে গেছে একা  
নাই ভয় হবে মানুষেরই জয়। 

করোনার কালে লড়তে হবে  
লড়তে হবে আশা ছেড়ে নয়
যেন বিজ্ঞান লড়ে গেছে  একা 
নাই ভয় হবে মানুষেরই জয়।

বাঁচতে হলে করোনার কালে
লড়তে হবে জয় করে ভয়
বাঙালির সেরা শ্লোগান হলো 
লড়াই করেই বাঁচতে হয়।।

লেখক: মাননীয় মন্ত্রী; বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।

এই বিভাগের আরো সংবাদ