আজকের শিরোনাম :

চিত্রশিল্পী মুর্তজা বশীর এমআইসিইউ ভর্তি

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ আগস্ট ২০২০, ১২:৫২

চিত্রশিল্পী মুর্তজা বশীরকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের মেডিকেল ইনটেনসিভ কেয়ার ইউনিটে (এমআইসিইউ) ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার রাত দেড়টার দিকে তাকে হাসপাতালে নেওয়া হয়। হৃদরোগ, ফুসফুস ও কিডনি জটিলতায় ভুগছেন তিনি।

মুর্তজা বশীরের মেয়ে মুনীরা বশীর বলেন, ‘বাবার জন্য দেশবাসীর কাছে দোয়া চাই। বাবা দ্রুত সুস্থ হয়ে যেন আমাদের মাঝে ফিরে আসেন।’

এর আগেও ৮৮ বছর বয়সী এ চিত্রশিল্পীকে বিভিন্ন শারীরিক জটিলতা নিয়ে একাধিকবার হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে।

ড. মুহম্মদ শহীদুল্লাহর কনিষ্ঠ সন্তান মুর্তজা বশীর একাধারে একজন চিত্রশিল্পী এবং ভাষা আন্দোলনের সক্রিয় কর্মী। তিনি ১৯৩২ সালের ১৭ আগস্ট জন্মগ্রহণ করেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান ছিলেন তিনি।

চিত্রশিল্পে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ স্বাধীনতা পুরস্কার, একুশে পদকসহ বহু জাতীয়-আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছেন শিল্পী মুর্তজা বশীর।

এবিএন/জনি/জসিম/জেডি

এই বিভাগের আরো সংবাদ