আজকের শিরোনাম :

গ্রামীণ আবহে পিঠাপুলি তৈরি ও আয়োজনের উৎসব পৌষমেলা : সংস্কৃতি প্রতিমন্ত্রী

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২০, ১৯:৫৫

সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, গ্রামীণ আবহে পিঠাপুলি তৈরি ও আয়োজনের উৎসব পৌষমেলা। নবান্ন উৎসবকে কেন্দ্র করে কৃষকরা ঘরে যে ফসল তোলে তা দিয়ে বিভিন্ন পিঠাপুলি তৈরির মধ্য দিয়ে এ উৎসব উদ্যাপিত হয়। মূলত গ্রামীণ কৃষিনির্ভর জীবনের প্রতিচ্ছবি এ পৌষমেলা।  
 
আজ রাজধানীর বাংলা একাডেমি চত্বরে পৌষমেলা উদ্যাপন পরিষদ কর্তৃক আয়োজিত তিন দিনব্যাপী ‘পৌষমেলা-১৪২৬’ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।   

তিনি বলেন, নগরায়ন ও আধুনিকতার নামে কৃত্রিমতা গ্রাস করেছে আমাদের। যার প্রভাব পড়েছে আমাদের বিভিন্ন মেলা ও উৎসবে। তিনি কৃত্রিমতা ও বাহুল্য পরিহার করে সবাইকে লোক সংস্কৃতির প্রকৃত উপাদান ও অনুষঙ্গ অনুসরণ ও চর্চার আহ্বান জানান। প্রতিমন্ত্রী এসময় ২১ বছর ধরে পৌষমেলা উদ্যাপনের মাধ্যমে গ্রামবাংলার চিরায়ত লোকজ সংস্কৃতিকে নগরবাসীর সামনে তুলে ধরার জন্য পৌষমেলা উদযাপন পরিষদকে আন্তরিক ধন্যবাদ জানান।  উল্লেখ্য, ৫৪টি স্টলে সাজানো পৌষমেলা প্রতিদিন সকাল ৮টা থেকে শুরু হয়ে রাত ৯টা পর্যন্ত চলবে।
 

এবিএন/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ