আজকের শিরোনাম :

সংগীতজ্ঞ ওস্তাদ মোবারক হোসেন খান আর নেই

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০১৯, ১৮:২৬

চলে গেলেন বিশিষ্ট সংগীত গবেষক ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির সাবেক মহা পরিচালক মোবারক হোসেন খান। ইন্নালিল্লাহে ওয়া ইন্নাইলাহে রাজেউন।

মোবারক হোসেন খান গতরাতে নিজ বাসভবনে ঘুমের মাঝে পরপারে চলে যান। মরহুমের জানাজা ও দাফন তার সন্তান দেশে এলে অনুষ্ঠিত হবে। বর্তমানে তার মরদেহ বারডেম এর হিমঘরে রাখা হয়েছে ।

স্বাধীনতা উত্তর বাংলাদেশ বেতার ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের দায়িত্ব পালন করেন মোবারক হোসেন খান। সঙ্গীতে অবদানের জন্য তিনি ১৯৮৬ সালে বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত একুশে পদক, ১৯৯৪ সালে স্বাধীনতা দিবস পুরস্কার ভূষিত হন এবং ২০০২ সালে বাংলা একাডেমি থেকে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন। তিনি উপমহাদেশের বিশিষ্ট সংগীতজ্ঞ ওস্তাদ আয়াত আলী খানের তৃতীয় পুত্র ।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ