আজকের শিরোনাম :

ভূপেন হাজারিকার ৮ম প্রয়াণ দিবস উপলক্ষে ৩ দিনব্যাপী অনুষ্ঠান

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ নভেম্বর ২০১৯, ১০:১১ | আপডেট : ০৫ নভেম্বর ২০১৯, ১০:২৪

উপমহাদেশের গণসংগীত শিল্পী ড. ভূপেন হাজারিকার ৮ম প্রয়াণ দিবস উপলক্ষে আগামীকাল থেকে ৩ দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

মঙ্গলবার শিল্পকলা একাডেমির জাতীয় সঙ্গীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে সন্ধ্যা সাড়ে ছয়টায় ‘মোরা যাত্রী একই তরণীর’ শীর্ষক আলোচনা, সঙ্গীত ও নৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হবে।

এ ছাড়া ৬ নভেম্বর (বুধবার) একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে সন্ধ্যা সাড়ে ছয়টায় অনুষ্ঠিত হবে আলোচনা, সংগীত, নৃত্য ও নাট্যানুষ্ঠান। এবং ৭ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও অসম সাহিত্য সভা,আসামের যৌথ আয়োজনে পরিবেশিত হবে অসম কলাতীর্থ ও এসবি মুভিজের নিবেদন, কমলারানির গল্প অবলম্বনে ড. পরমানন্দ রাজবংশীর রচনা, প্রযোজনা ও পরিচালনায় অসমিয়া নাটক ‘কমলাকুঁয়ারীর সাধু’।

বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও ব্যতিক্রম মাসডো,আসাম যৌথভাবে এ আয়োজিত এই অনুষ্ঠানে ভারত ও বাংলাদেশের শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
খবর বাসস

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ