আজকের শিরোনাম :

কলকাতায় বাংলাদেশ বইমেলার নবম সংস্করণ শুরু আগামী শুক্রবার

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০১৯, ১৪:৪০

কলকাতার মোহর কুঞ্জে বাংলাদেশ বইমেলার নবম সংস্করণ আগামী শুক্রবার থেকে শুরু হবে।

কলকাতায় বাংলাদেশ উপ-হাই কমিশন, বাংলাদেশ রফতানি উন্নয়ন ব্যুরো এবং বাংলাদেশ জ্ঞান এবং সৃজনশীল প্রকাশক সমিতির যৌথ আয়োজন ও সহায়তায় আগামী ১ নভেম্বর থেকে এই মেলা মেলা শুরু হবে। শেষ হবে ১০ নভেম্বর।

বাংলাদেশ বইমেলার নবম সংস্করণের উদ্বোধন করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কলকাতার মেয়র এবং পশ্চিমবঙ্গ সরকারের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম, ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী, পশ্চিমবঙ্গের বিশিষ্ট কবি শঙ্খ ঘোষ এবং বাংলা একাডেমীর সাবেক মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান।

এ ছাড়াও বিশেষ অতিথি থাকবেন কলকাতা পারিষদ মেয়র দেবাশিষ কুমার, বাংলাদেশ পুস্তক সমিতির সভাপতি আরিফ হোসেন এবং কলকাতার পাবলিশার্স ও বুক সেলার্স গিল্ডের সম্পাদক সুধাংশু দে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপ-হাই কমিশনার তৌফিক হাসান।

এবারের বই মেলায় বাংলাদেশের বিভিন্ন শীর্ষস্থানীয় সৃজনশীল প্রকাশনা প্রতিষ্ঠানের প্রায় চল্লিশটি বুকস্টল বসবে বলে মেলার আয়োজকরা জনিয়েছেন।
খবর বাসস

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ