আজকের শিরোনাম :

গোপালগঞ্জে ৩ দিনব্যাপী নাট্য উৎসব শুরু

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০১৯, ১৫:৫৮

গোপালগঞ্জে মঙ্গলবার থেকে ৩ দিনব্যাপী নাট্য উৎসব শুরু হয়েছে। কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ নাট্য উৎসবের আয়োজন করা হয়েছে।

এতে জেলার ৬টি নাট্যদল অংশ নিচ্ছে। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট গোপালগঞ্জ জেলা শাখা বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন উপলক্ষে এ নাট্য উৎসবের আয়োজন করেছে।

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, মুকসুদপুর শাখা, জেলা শিল্পকলা একাডেমি, গোপালগঞ্জ জেলা উদীচী, ত্রিবেনী গণসাংস্কৃতিক সংস্থা, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, জেলা শাখা, থিয়েটার বিল্ড ফর নেশন এ নাট্য উৎসবে তাদের নাটক উপস্থাপন করবে।

গতকাল সন্ধ্যায় উদ্বোধনী অনুষ্ঠানে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, মুকসুদপুর উপজেলা শাথা ‘একাত্তরের মুকসুদপুর’ এবং গোপালগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি ‘একাত্তরের যশোর রোড’ নাটক উপস্থাপন করে।

এর আগে জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক খোন্দকার এহিয়া খালেদ সাদ ৩ দিনব্যাপী এ নাট্য উৎসবের উদ্বোধন করেন।
খবর বাসস

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ