আজকের শিরোনাম :

শেখ হাসিনা অবিনাশী জাগরণ!!

  মিল্টন বিশ্বাস

৩১ ডিসেম্বর ২০১৮, ১০:৪০ | অনলাইন সংস্করণ

এদেশের সবটুকু সময় দিয়েছেন অমৃত করে
চেয়ে আছে পৃথিবী তাই আপনার শাণিত চোখের দিকে।
কতটা কষ্ট নিয়ে আপনার সেই ৮১ তে ফিরে আসা
কতটা কষ্ট লুকিয়ে আপনার সেই এগিয়ে চলা।
দিন গেছে আবার নতুন সূর্য এসে ভেঙেছে স্বপ্ন দু’চোখের
কখনও কেটেছে একাকী কারাগারে সবুজ ঘাসের দিকে চেয়ে।
শাসকের দ্বারে দাঁড়িয়ে করেছেন শুভবোধের অপেক্ষা 
কখনো বা কোলাহলে গেছে ভেঙে হেঁটে চলার ধৈর্য্য
দেখেছেন কতশত গোধূলিতে পাখির পালক গেছে ঝরে
মানুষ হয়েছে দ্বিখণ্ডিত কদাকার ও কঠিন মুখোশ তাপে 
তবু চলার পথে স্মরণে এনেছেন বঙ্গবন্ধুর নির্ভীক তাপিত দীপ্তি।
এই বাংলা, এই সবুজ বাংলার কোলে যে শিশুর দুরন্ত ছুটে চলা
এই বাংলা যার পাহাড় আর সমুদ্রের বিলসন রেখা
যেখানে ঘর গেছে ঘরের ভেতর, যেখানে নদীরা দেখেছে জীবনের জয় আর পরাজয়
বাংলা ছিল প্রতীক্ষায়, বহু যুগ গেছে ঢেউ হারিয়েছিল তার নীলাকাশ 
আজ সেই বাংলার প্রতিটি গাছের পাতা পেয়েছে আপনার হাতের পরশ।
রক্তচক্ষু ব্যঙ্গ করে সকাল-বিকেল-সন্ধ্যা-রাতে এসেছে ভরে আনন্দ-উঠোন
বিশ্বে ছড়িয়ে গেছে একটি শপথ একটি পাথেয় যা অনন্ত আপসহীন রঙিন
যার শুরু আছে কিন্তু শেষ হবে মুক্তির অবিনাশী পাথুরে সত্তার নৌকো জাগরণে
আর যার ভেতরে শতজলের নিঙড়ে আসা আলোর শিখা থাকবে যতনে। (৩০-১২-২০১৮)

এই বিভাগের আরো সংবাদ