কুষ্টিয়ায় বাউল সম্রাট লালন সাঁইয়ের ৩ দিনব্যাপী স্মরণোৎসব

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০১৮, ১১:৫২

মরমি সাধক বাউল সম্রাট লালন সাঁইয়ের ১২৮তম তিরোধান দিবস উপলক্ষে আজ  থেকে তিন দিনব্যাপী লালন মেলা এবং প্রতিদিন আলোচনা সভা ও লালন সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

কুষ্টিয়া জেলা প্রশাসনের উদ্যোগে ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগীতায় তিনদিন ব্যাপী উৎসবের উদ্ধোধন করবেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি।

লালন একাডেমির সভাপতি ও জেলা প্রশাসক মো. আসলাম হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখবেন জেলা পরিষদের চেয়ারম্যান হাজি রবিউল ইসলাম, জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, কুষ্টিয়া জজ কোর্টের পিপি অ্যাডভোকেট অনুপকুমার নন্দী প্রমুখ। 

লালনের দর্শন ও জীবনাদর্শ নিয়ে আলোচক থাকবেন বিশিষ্ট গবেষক ও কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. শাহীনুর রহমান।

তিন দিনব্যাপী উৎসবকে সফল করতে লালন আঁখড়াবাড়িকে সাজসজ্জায় সজ্জিত করা হয়েছে। আঁখড়াবাড়ির বাইরে বিস্তীর্ণ জায়গাজুড়ে বসেছে গ্রামীণ মেলা। সাঁইজির প্রতি ভক্তি-শ্রদ্ধা জানাতে লালন একাডেমির অডিটোরিয়ামের নিচে দেশ ও বিদেশ থেকে সাদা আলখেল্লা পরিহিত তল্পিতল্পা নিয়ে শত শত বাউল-সাধু-গুরুরা এসে সমবেত হয়েছেন। অডিটোরিয়ামের নিচে ছাড়াও আঁখড়াবাড়ির ভেতরে বাগানের ভেতরে তাঁবু-ছামিয়ানা টাঙ্গিয়ে জোটবদ্ধ হয়ে দলে দলে বাউল-ভক্ত-সাধুদের হাট বসেছে।
খবর বাসস

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ