আজকের শিরোনাম :

অধ্যাপক আনিসুজ্জামান জীবনী প্রকাশনা বৃহস্পতিবার

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২১, ১৯:১২

জাতীয় অধ্যাপক আনিসুজ্জামানের ৮৫তম জন্মদিনে স্টুডেন্ট ওয়েজ প্রকাশ করছে জীবনীগ্রন্থ। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) আনিসুজ্জামান জীবনীর প্রকাশনা উৎসব বিকাল ৪টায় পাঠক সমাবেশ কেন্দ্র শাহবাগ, ঢাকায় অনুষ্ঠিত হবে।

স্টুডেন্ট ওয়েজ প্রকাশিত ও প্রাবন্ধিক-গবেষক এম আবদুল আলীম রচিত আনিসুজ্জামান জীবনীগ্রন্থ প্রকাশনা-উৎসবে প্রধান অতিথি হিসাবে থাকবেন অধ্যাপক আনিসুজ্জামানর জীবনসঙ্গী সিদ্দিকা জামান।

বিশেষ অতিথি রবীদ্র বিশ্ববিদ্যালয়-এর উপাচার্য অধ্যাপক বিশ্বজিৎ ঘোষ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়র বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক সৈয়দ আজিজুল হক।

গ্রন্থ বিষয় আলাচনায় অংশ নেবেন গবেষক-সম্পাদক-কথাশিল্পী ড. তাশরিক-ই-হাবিব, ওবায়েদ আকাশ ও পিয়াস মজিদ।

প্রকাশকের বক্তব্য প্রদান করবেন স্টুডেন্ট ওয়েজ-এর প্রকাশক মোহাম্মদ লিয়াকতউল্লাহ। প্রকাশনা উৎসবে সভাপতিত্ব করবেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক শামসুজ্জামান খান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন 'বর্ষা দুপুর' প্রকাশনার প্রধান নির্বাহী মোহাম্মদ মাশফিকউল্লাহ।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ