আজকের শিরোনাম :

জাবি অধ্যাপক কবি হিমেল বরকত আর নেই

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২০, ১০:১৪ | আপডেট : ২২ নভেম্বর ২০২০, ১১:৫৬

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ও কবি হিমেল বরকত আর নেই। হৃদরোগে আক্রান্ত হয়ে রোববার (২২ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে তিনি রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে মারা যান। তার বয়স হয়েছিল ৪২ বছর। 

হিমেল বরকতের বন্ধু ছড়াকার ও প্রকাশক রবীন আহসান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
 
এর আগে হিমেল বরকতের হার্ট অ্যাটাক হলে রাজধানীর ইব্রাহীম কার্ডিয়াক বারডেম হাসপাতালে ভর্তি করা হয়।

স্বজনরা জানান, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বাসা থেকে অনলাইনে ক্লাস নেওয়ার সময় তার হার্ট অ্যাটাক হয়। এর পরপরই তাকে ভর্তি করা হয় হাসপাতালে।

প্রসঙ্গত, হিমেল বরকত কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর ছোট ভাই। রুদ্র দেশের একজন জনপ্রিয় কবি ছিলেন। তিনিও খুব অল্প বয়সে না ফেরার দেশে চলে যান। এবার ভাইয়ের মতো তিনিও বিদায় নিলেন।

এদিকে কবি হিমেল বরকতের অকাল মৃত্যুতে অনেকেই শোক প্রকাশ করেছেন।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ