আজকের শিরোনাম :

সাইদ-উর রবের ৪ বই এক মলাটে

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২০, ১১:৫৫

যুক্তরাষ্ট্রে অভিবাসী বাঙালিদের প্রাপ্তি-অপ্রাপ্তি, আনন্দ-বেদনা ও আশা-আকাঙ্ক্ষার কথা তুলে ধরেছেন সাঈদ-উর রব। ২০২১ সালের বইমেলায় এই লেখকের চারটি বই এক মলাটে নিয়ে আসছে ঠিকানা প্রকাশন, শিরোনাম ‘সাঈদ-উর রব প্রথম খণ্ড’।

সাঈদ-উর রবের লেখা ও সম্পাদিত বইগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে— অনিয়মই-নিয়ম, আমার ভাবনা, আতান্তর, ঠিকানা অ্যালবাম, ঠিকানার মুখোমুখি সেরা-১৩৩, ঠিকানা সম্পাদকীয় (১৯৯৪-২০০৩), Sayeed-ur-Rabb 1977-2012, নোঙর এবং প্রবাসে বাঙালি-বাঙালির প্রবাস।

এর মধ্যে অনিয়মই-নিয়ম, আমার ভাবনা, আতান্তর ও নোঙর— এই চারটি বই থাকছে নতুন প্রকাশনাতে।

এই খণ্ডে লেখকের প্রধান বক্তব্য হচ্ছে, সব অনিয়মকে নিয়ম করে এই দেশ-জাতি এবং সমকালের বিশ্বকে কেন ভ্রান্তপথে পরিচালিত করা হচ্ছে?  

সাঈদ-উর রব নিউইয়র্কে আসার পর সাংবাদিকতায় জড়িত হন। ‘সাপ্তাহিক ঠিকানা’র সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন এক দশকেরও বেশি সময়। নেতৃত্ব দিচ্ছেন সংবাদ সংস্থা এনা’র।

তিনি দেশের হয়ে আন্তর্জাতিক গেমস অলিম্পিকে প্রতিনিধিত্ব করেছেন অনেকবার। পদকও জিতেছেন। মৌলভীবাজারের কুলাউড়ায় গড়ে তুলেছেন দেশের প্রথম আর্টস অ্যান্ড স্পোর্টস মিউজিয়াম সেন্টার।

এবিএন/জনি/জসিম/জেডি

এই বিভাগের আরো সংবাদ