আজকের শিরোনাম :

করোনাভাইরাসে বিশ্বে কাজ হারাতে যাচ্ছে ১৫০ কোটি মানুষ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২০, ২০:২০ | আপডেট : ২৯ এপ্রিল ২০২০, ২০:৪৩

আন্তর্জাতিক শ্রম সংস্থা সতর্ক করে দিয়েছে যে বিশ্বব্যাপী যত মানুষ শ্রমবাজারে যুক্ত আছে, এই মহামারির কারণে তাদের প্রায় অর্ধেক জীবিকা হারানোর ঝুঁকিতে রয়েছে। আর এই সংখ্যা ১৫০ কোটি।

আইএলও বলছে যারা অনানুষ্ঠানিক ব্যবস্থার মাধ্যমে কাজ করে তারাই সবচেয়ে বেশি ঝুঁকির মুখে।

খুচরা ব্যবসা এবং খাদ্য সেবা খাতের সঙ্গে সংশ্লিষ্টরাই ভাইরাস মহামারির ফলে লকডাউনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

আইএলও হুঁশিয়ারি দিয়েছে যে, বিকল্প কর্মসংস্থান বা আয়ের সুযোগ না থাকলে এই কর্মীরা এবং তাদের পরিবারের বেঁচে থাকা কষ্টসাধ্য হয়ে দাঁড়াবে।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ