আজকের শিরোনাম :

২১২১ সহকারী শিক্ষকের স্বাস্থ্য পরীক্ষা ১ সেপ্টেম্বর থেকে

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ আগস্ট ২০২১, ১৮:৪০

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ২ হাজার ১২১ সহকারী শিক্ষকের স্বাস্থ্য পরীক্ষা শুরু হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশব্যাপী কঠোর বিধিনিষেধ শিথিল হওয়ায় সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ২ হাজার ১২১ সহকারী শিক্ষক–শিক্ষিকার স্বাস্থ্য পরীক্ষার নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।

আগামী ১ সেপ্টেম্বর স্বাস্থ্য পরীক্ষা শুরু হবে। স্বাস্থ্য পরীক্ষা চলবে ৯ সেপ্টেম্বর পর্যন্ত। পরীক্ষার জন্য হাসপাতাল ও প্রার্থীদের তালিকাও প্রকাশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
 
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নেওয়া ভাইভা শেষে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ২ হাজার ১২১ সহকারী শিক্ষক–শিক্ষিকার (দশম গ্রেড) ৪ জুলাই থেকে ডোপ টেস্টসহ স্বাস্থ্য পরীক্ষা হওয়ার কথা ছিল।
 
পরে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকার কঠোর বিধিনিষেধ আরোপ করে। এরপরই সহকারী শিক্ষকের স্বাস্থ্য পরীক্ষা স্থগিত করা হয়। সেই স্বাস্থ্য পরীক্ষা আবার শুরু হচ্ছে।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ