আজকের শিরোনাম :

৪২তম বিশেষ বিসিএসের প্রিলি অনুষ্ঠিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২১, ১৯:১৪

দুই হাজার সহকারী সার্জন নিয়োগে ৪২তম বিশেষ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। করোনার কারণে শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) বিকাল ৩টার দিকে শুধুমাত্র রাজধানীর নির্দিষ্ট কিছু কেন্দ্রে এই প্রিলিমিনারি পরীক্ষা শুরু হয়।

এর আগে গত বছরের ৩০ ডিসেম্বরে ৪২তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বিশেষ এই বিসিএসের জন্য আবেদন করেছিলেন ৩১ হাজারের বেশি প্রার্থী।

পিএসসি জানিয়েছে, বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত ২০০ নম্বরের এই প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয় শুধু রাজধানীর নির্দিষ্ট কিছু কেন্দ্রে। তবে পরীক্ষার্থীদের দুপুর ১টা থেকে ২টা ২৫ মিনিটের মধ্যে কেন্দ্রে আসতে হয়েছে।

গত ১৮ ফেব্রুয়ারি পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক নূর আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই প্রিলিমিনারি পরীক্ষার আসন বিন্যাস প্রকাশ করা হয়।

উল্লেখ্য, এই বিশেষ বিসিএসে এমসিকিউ টাইপসহ ৩০০ নম্বরের পরীক্ষা হবে। এর মধ্যে ২০০ নম্বরের প্রিলিমিনারি পরীক্ষা (এমসিকিউ টাইপ), আর ১০০ নম্বরের হবে মৌখিক পরীক্ষা। ২০০ নম্বরের পরীক্ষার জন্য সময় দুই ঘণ্টা।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ