
ঢাকা ১১ ডিসেম্বর, এবিনিউজ : রাজধানীর ওয়ারী এলাকায় শাহিদা আক্তার (২৭) নামে এক নারীকে গুলি করে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। রবিবার রাত ১০টার দিকে ছিনতাইয়ের এ ঘটনা ঘটে।
আহত শাহিদা আক্তারের স্বামী শরিফ উদ্দিন জানান, গতকাল রাত ১০টার দিকে রিকশায় করে রাজধানী সুপার মার্কেট থেকে ওয়ারীতে বাসায় ফিরছিলেন শাহিদা। সালাউদ্দীন হাসপাতাল পার হলে মোটরসাইকেলে দুই যুবক এসে তার পথরোধ করে। বন্দুক ঠেকিয়ে গলার চেইন, হাতের ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। একপর্যায়ে তারা তার ডান পায়ে গুলি করে। আহত শাহিদাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
এবিএন/সাদিক/জসিম/এসএ