logo
রবিবার, ১৭ ডিসেম্বর ২০১৭
bijoy
  • হোম
  • বিনোদন
  • চাল পরিবেশক কোম্পানির বিজ্ঞাপনচিত্রে মৌসুমী

চাল পরিবেশক কোম্পানির বিজ্ঞাপনচিত্রে মৌসুমী

চাল পরিবেশক কোম্পানির বিজ্ঞাপনচিত্রে মৌসুমী

ঢাকা, ২১ নভেম্বর, এবিনিউজ : আবারও টিভি বিজ্ঞাপনচিত্রে দেখা যাবে ঢাকাই ছবির জনপ্রিয় অভিনেত্রী মৌসুমীকে। সম্প্রতি একটি প্রতিষ্ঠানের চালের শুভেচ্ছাদূত হয়েছেন তিনি। আর এ কারণে এরফান নামের সে চাল পরিবেশক কোম্পানির একটি বিজ্ঞাপনচিত্রের মডেল হয়েছেন মৌসুমী।

গতকাল সোমবার দুপুরে রাজধানীর কোক স্টুডিওতে এর চিত্রায়ণ হয়েছে। এটি পরিচালনা করেছেন মেহেদি হাসিব। নির্মিত হয়েছে ডট থ্রি প্রোডাকশন হাউস থেকে।
চাল পরিবেশক কোম্পানির বিজ্ঞাপনচিত্রে মৌসুমী
মৌসুমী বললেন, 'এখন তো সিনেমা আর সংসার নিয়েই ব্যস্ত থাকছি। এর বাইরে মাঝে মাঝে স্ক্রিপ্ট পছন্দ হলে বিজ্ঞাপনেরও শুটিং করছি। নতুন এ বিজ্ঞাপনটির গল্প ভালো লেগেছে। মনে হয়েছে আমার সঙ্গে যায়। তাই আবার বিজ্ঞাপনে কাজ করলাম।’

নির্মাতা মেহেদি জানান, বিজ্ঞাপনটি শিগগিরই দেশের টেলিভিশনে প্রচার শুরু হবে।

এবিএন/মাইকেল/জসিম/এমসি

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত