logo
শনিবার, ২৫ নভেম্বর ২০১৭
 

সিরিয়ায় মার্কেটে বিমান হামলায় নিহত ৫৩

সিরিয়ায় মার্কেটে বিমান হামলায় নিহত ৫৩
ঢাকা, ১৪ নভেম্বর, এবিনিউজ : সিরিয়ার উত্তরাঞ্চলে বিদ্রোহী নিয়ন্ত্রিত একটি শহরের মার্কেটে বিমান হামলায় অন্তত ৫৩ জন নিহত হয়ছেন। আহত হয়েছেন আরও অনেকে। 
 
বিবিসির প্রতিবেদনে বলা হয়, বিমান হামলা কারা চালিয়েছে সেই বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একটি মার্কেটে হামলা চালানো হয়েছে এবং আহতদের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হচ্ছে।
 
আলেপ্পোর ওই শহরটি বিদ্রোহী ও আল-কায়েদা সংশ্লিষ্ট জঙ্গিগোষ্ঠীর দখলে ছিল। যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার পর্যবেক্ষণ  সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, নিহতদের মধ্যে অনেক শিশুও ছিল। তাদের হিসাব অনুযায়ী নিহতের সংখ্যা ৫৩। এ ছাড়া সিরিয়া সিভিল ডিফেন্সও একই সংখ্যার কথা বলেছে। সিরিয়ায় মার্কেটে বিমান হামলায় নিহত ৫৩
 
মার্কেটের প্রায় ১০০ দোকান ধ্বংস হয়েছে বলে এক টুইটবার্তায় জানিয়েছেন স্থানীয় এক সাংবাদিক।
 
আতরেব সামে ওই শহরে বাস্তুহারা অনেক সিরীয় নাগরিক আশ্রয় নিয়েছেন। ২০১১ সালে শুরু হওয়া গৃহযুদ্ধে এখন পর্যন্ত ৪ লাখেরও বেশি মানুষ মারা গেছেন।
 
এবিএন/সাদিক/জসিম/এসএ

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত