logo
শনিবার, ২৫ নভেম্বর ২০১৭
 

তালায় কৃষকদের মাঝে সহায়তা প্রদান

তালায় কৃষকদের মাঝে সহায়তা প্রদান

তালা, ২১ অক্টোবর, এবিনিউজ : তালা উপজেলার জাতপুর উত্তরণ অফিসে আজ শনিবার সকালে তালা সদর ইউনিয়নের ২০ জন কৃষকদের মাঝে জল স্থিতিস্থাপক শস্য-ধান বীজ চাষ, জলবায়ুর সাথে খাপ খাওয়ানো বা এ রকম পুরানো জাতের শস্য চাষাবাদে উদ্বুদ্ধ করণের লক্ষ্যে নগদ সহায়তা প্রদান করা হয়।

উত্তরণ-এশিয়া প্রকল্পের আয়োজনে ও দাতা সংস্থা মিজিরিওরের অর্থায়নে নগদ সহায়তা বিতরণের সময় উপস্থিত ছিলেন কৃষি মৈত্রী কমিটির সভাপতি জনাব আলী আহমদ আকুঞ্জী, উত্তরণ এশিয়া প্রকল্পের সমন্বয়কারী মোঃ আব্দুস সবুর, প্রকল্প সুপারভাইজার তানিয়া সুলতানা, ফিল্ড ফ্যাসিলিটিটর মোঃ ফারুখ হোসেন, হান্নাদাশ, সরজিৎ ঘোষ প্রমুখ।

এবিএন/সেলিম হায়দার/জসিম/রাজ্জাক

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত