logo
বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০১৭
 

লন্ডনে গেলেন রাষ্ট্রপতি

লন্ডনে গেলেন রাষ্ট্রপতি
ঢাকা, ২১ অক্টোবর, এবিনিউজ : চোখের চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য ৮ দিনের সফরে যুক্তরাজ্য গেলেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
 
আজ শনিবার সকাল ১১টায় বাংলাদেশ এয়ারলাইনসের একটি ভিভিআইপি ফ্লাইটে তিনি লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়েন।
 
শাহজালাল বিমানবন্দরে রাষ্ট্রপতিকে বিদায় জানান গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, বিমানমন্ত্রী রাশেদ খান মেনন এবং পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী।
 
এ ছাড়া মন্ত্রিপরিষদ সচিব, ডিপ্লোম্যাটিক কোরের ডিন, তিন বাহিনীর প্রধান, পুলিশের আইজিসহ বেসামরিক-সামরিক পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 
লন্ডনের মুরফিল্ড আই হসপিটালে চোখের চিকিৎসা এবং বুপা ক্রমওয়েল হসপিটালে স্বাস্থ্য পরীক্ষা করাবেন রাষ্ট্রপতি।
 
আগামী ২৯ অক্টোবর তার দেশে ফেরার কথা রয়েছে বলেও জানান তার প্রেসসচিব জয়নাল আবেদীন।
 
এর আগে গত এপ্রিলে রাষ্ট্রপতি স্বাস্থ্য পরীক্ষার জন্য লন্ডন যান।
 
৭৪ বছর বয়সী আবদুল হামিদ দীর্ঘদিন ধরে গ্লুকোমায় ভুগছেন। স্পিকার থাকা অবস্থায় চিকিৎসার জন্য নিয়মিত তাকে সিঙ্গাপুরে যেতে হতো।
 
এবিএন/সাদিক/জসিম/এসএ

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত