logo
বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০১৭
 
  • হোম
  • বিনোদন
  • এবার স্বামীর পরিবারের সদস্যদের বিরুদ্ধে মিলার মামলা

এবার স্বামীর পরিবারের সদস্যদের বিরুদ্ধে মিলার মামলা

এবার স্বামীর পরিবারের সদস্যদের বিরুদ্ধে মিলার মামলা
ঢাকা, ১৬ অক্টোবর, এবিনিউজ : এবার সাবেক স্বামী এসএম পারভেজ সানজারির পরিবারের সদস্যদের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন কণ্ঠশিল্পী মিলা।
 
আজ মঙ্গলবার সকালে ঢাকা সিএমএম কোর্টে মামলার আবেদন করেন মিলা।
 
অ্যাডভোকেট জাহিদুল ইসলাম কোয়েল জানান, মামলায় শাশুড়ি আফরোজা নাসির, দেবর এসএমআর রহমান বাপ্পী, দেবরের বউ আফরোজা রহমান লাবনী এবং বিডি২৪ফোরলাইভ.কমের সম্পাদক মো. আমিরুল ইসলামকে আসামি করা হয়েছে।
 
ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরফুজ্জামান আনসারীর আদালতে মামলার আবেদনটি শুনানির অপেক্ষায় রয়েছে।
 
মামলার অভিযোগে বলা হয়, তার শ্বশুরবাড়ির লোকজন গত ৭, ৯ ও ১০ অক্টোবর বিডি২৪ফোরলাইভ.কমের অনলাইনে তাকে নিয়ে বিভিন্ন নিউজ ছাপান। এতে তার সুনাম ক্ষুণ্ন হয়।
 
এর আগে মিলার করা নারী ও শিশু নির্যাতন মামলায় জেলহাজতে রয়েছেন মিলার সাবেক স্বামী এসএম পারভেজ সানজারি।
 
এবিএন/সাদিক/জসিম/এসএ

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত