logo
বুধবার, ১৩ ডিসেম্বর ২০১৭
bijoy

প্রাণ আপের নতুন বিজ্ঞাপনে ইমন-শখ

প্রাণ আপের নতুন বিজ্ঞাপনে ইমন-শখ
ঢাকা, ১২ অক্টোবর, এবিনিউজ : দেশের জনপ্রিয় কোমল পানীয় প্রাণ আপ’র নতুন বিজ্ঞাপনে জুটি বেঁধেছেন চিত্রনায়ক ইমন ও অভিনেত্রী শখ।
 
গেল ৭ অক্টোবর টিভিসিটির দৃশ্যধারণ হয় পুরান ঢাকার বিভিন্ন লোকেশনে। উৎসব আমেজের একটি ভাবনায় নির্মিত হয়েছে এটি। 
 
এ বিষয়ে চিত্রনায়ক ইমন বলেন, ‘প্রাণ আপ বাংলাদেশের জনপ্রিয় একটি কোমল পানীয়। আমি এ পণ্যের বিজ্ঞাপনে প্রথমবার কাজ করলাম। প্রাণের বিজ্ঞাপন নিয়ে সবসময় দর্শকদের মধ্যে আগ্রহ থাকে।’
 
ইমন সহশিল্পী শখকে নিয়ে বলেন, ‘আমার পছন্দের একজন সহশিল্পী শখ। ওর সঙ্গে কাজ করে সবসময়ই আনন্দ পাই। এর আগেও আমরা নাটক-টিভিসিতে জুটি হয়েছি। সেগুলো বেশ ভালো সাড়া পেয়েছে। আশা করছি এ বিজ্ঞাপন দিয়েও নতুন করে আলোচিত হবে আমাদের জুটি। আর আামাদের দুজনকে একসঙ্গে নিয়ে এই টিভিসিটি নির্মাণের জন্য প্রাণ আপের সঙ্গে সম্পৃক্তদের ধন্যবাদ জানাই। বিশেষত ধন্যবাদ রইল নির্মতা নাফিস ভাইয়ের প্রতি।’
 
শিগগিরই এটি প্রচারে আসবে বলে জানান নির্মাতা নাফিস রেজা।
 
এবিএন/রাজ্জাক/জসিম/এআর

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত