logo
শুক্রবার, ২৪ নভেম্বর ২০১৭
 
  • হোম
  • জাতীয়
  • ঈদুল আজহায় সড়ক দুর্ঘটনায় ২৫৪ জনের মৃত্যু

ঈদুল আজহায় সড়ক দুর্ঘটনায় ২৫৪ জনের মৃত্যু

ঈদুল আজহায় সড়ক দুর্ঘটনায় ২৫৪ জনের মৃত্যু
ঢাকা, ১৩ সেপ্টেম্বর, এবিনিউজ : বিগত ঈদুল আজহায় সারা দেশে সড়ক দুর্ঘটনায় মোট ২৫৪ জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন ৬৯৬ জন।
 
আজ বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংগঠনটির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী বলেন, সমিতির দুর্ঘটনা মনিটরিং সেল গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের আলোকে ঈদের আগে পরে ১৩ দিনের দুর্ঘটনার তথ্য নিয়ে এ পরিসংখ্যান তৈরি করেছে।
 
প্রতিবেদনে ২৮ আগস্ট থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত দুর্ঘটনার তথ্য রয়েছে।
 
এবার নৌপথে ১৫টি দুর্ঘটনায় ২৫ জন নিহত ও ৬৩ জন আহত হন। আর ট্রেনে কাটা পড়ে ৪৩ জন নিহত হয় বলে জানান মোজাম্মেল।
 
তিনি বলেন, এবারের ঈদযাত্রায় দুর্ভোগের শঙ্কা দেশের গণমাধ্যমগুলো প্রকাশ করেছে। অনেক আগেভাগে ঈদযাত্রা শুরু হওয়ায় ঘরমুখো যাত্রা ফেরতযাত্রার চেয়ে খানিকটা স্বস্তিদায়ক ছিল। তবে ফিরতি যাত্রায় ভোগান্তি ও সড়ক দুর্ঘটনায় প্রাণহানি বেড়েছে।
 
এবিএন/সাদিক/জসিম/এসএ

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত