logo
বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০১৭
 
  • হোম
  • জাতীয়
  • তৃতীয় দিনে টিকিটের জন্য কমলাপুরে উপচেপড়া ভিড়

তৃতীয় দিনে টিকিটের জন্য কমলাপুরে উপচেপড়া ভিড়

তৃতীয় দিনে টিকিটের জন্য কমলাপুরে উপচেপড়া ভিড়
ঢাকা, ২১ আগস্ট, এবিনিউজ : কোরবানির ঈদ সামনে রেখে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির তৃতীয় দিন টিকেটপ্রত্যাশীদের উপচেপড়া ভিড় দেখা গেছে রাজধানীর কমলাপুর স্টেশনে।
 
আজ সোমবার সকাল ৮টা থেকে কমলাপুর স্টেশনের ২৩ কাউন্টার থেকে একসঙ্গে টিকিট বিক্রি শুরু হয়। এদিন দেয়া হচ্ছে ৩০ আগস্ট ঈদযাত্রার অগ্রিম টিকিট।
 
এবার কোরবানির ঈদে ৩ দিনের সরকারি ছুটি শুরু হচ্ছে ১ সেপ্টেম্বর থেকে। আগের দিন বৃহস্পতিবার হওয়ায় সে দিনের টিকিটের চাহিদাই সবচেয়ে বেশি থাকবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
 
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, রবিবার ৩১টি আন্তঃনগর ট্রেনের বিভিন্ন গন্তব্যের ২২ হাজার ৪৯৬টি টিকিট বিক্রি করা হচ্ছে। ৩৫ ভাগ কোটার জন্য রেখে বাকি টিকিট কাউন্টার থেকে পাচ্ছেন যাত্রীরা। এ ছাড়া ঈদের বিশেষ ট্রেনের ২ হাজার ৬০৬টি টিকিটও কাউন্টার থেকে বিক্রি করা হচ্ছে।
 
জামালপুরের অগ্নিবীণা ট্রেনের টিকেটের জন্য রবিবার দুপুরে এসেছিলেন শাহজাদা নাসির নামে একজন। দীর্ঘ অপেক্ষার পর টিকিট পেয়েছেন তিনি। অনলাইনে আরও বেশি টিকিট দেয়া হলে মানুষের কষ্ট কিছুটা কমবে বলেও মন্তব্য করেন তিনি।
 
শীতাতপ নিয়ন্ত্রিত কামরার টিকিট নিয়ে আজও অভিযোগ করেছেন টিকেটপ্রত্যাশীরা।
 
এবিএন/সাদিক/জসিম/এসএ

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত