logo
সোমবার, ১১ ডিসেম্বর ২০১৭
bijoy
অফিস চলবে ২৮মে থেকে ১৯জুন

শনিবার থেকে ইবিতে শুরু হচ্ছে ৩৯ দিনের ছুটি

শনিবার থেকে ইবিতে শুরু হচ্ছে ৩৯ দিনের ছুটি

ইবি, ১৯ মে, এবিনিউজ : গ্রীষ্মকালীন অবকাশ, পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে শনিবার থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ৩৯ দিনের ছুটি শুরু হচ্ছে। তবে আবাসিক হল খোলা থাকছে ২০ জুন পর্যন্ত।

বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার অফিস সূত্রে জানা যায়, গ্রীষ্মকালীন অবকাশ শেষে আগামী ২৮ মে থেকে ১৯ জুন পর্যন্ত অফিসিয়াল কার্যক্রম চলবে। তবে ২০মে থেকে আগামী ১৯ জুন পর্যন্ত কোন বিভাগ চাইলে ক্লাস-পরীক্ষা গ্রহণ করতে পারবে। সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ লজিস্টিক সাপোর্ট দিবেন।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ বলেন, ছুটি শেষে আগামী ৪জুন থেকে একাডেমিক ও প্রশাসনকি সকল কার্যক্রম যথারীতি চলবে। এছাড়া আবাসিক হলগুলো আগামী ৩জুন শিক্ষার্থীদের উদ্দেশ্যে খুলে দেওয়া হবে।

উল্লেখ্য, ছুটি শেষে ৪ জুন থেকে বিশ্ববিদ্যালয়ের ২৩৪তম সিন্ডিকেটের সিন্ধান্ত অনুযায়ী সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত অফিস চলবে।

এবিএন/আতিকুর রহমান অনি/জসিম/জনি

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত