
ঢাকা, ২১ এপ্রিল, এবিনিউজ : রাজধানীর ঢাকার সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ শাখা ছাত্রলীগের কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগ। এতে সোহেল রানাকে সভাপতি ও আব্দুল ওয়াদুদ খান শুভকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক জাকির হোসেন এক বছরের জন্য চার সদস্যের এ কমিটির অনুমোদন দেন।
ওই কমিটিতে সভাপতি-সম্পাদক ছাড়াও জাকারিয়া ইমতিয়াজ শুভ ও রাশেদুল ইসলাম রাসেলকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
এর আগে গত ১৩ এপ্রিল সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ শাখা ছাত্রলীগের সম্মেলন হয়। এর এক সপ্তাহের মাথায় এ শাখার কমিটি দিল কেন্দ্রীয় ছাত্রলীগ।
এবিএন/মমিন/জসিম