logo
সোমবার, ২৬ জুন ২০১৭
 

সেহরি ও ইফতার | রমজান-৩০

সেহরির শেষ সময় : ভোর ৩:৪০

ইফতার : সন্ধ্যা ৬:৫৩

ব্যাঙের চামড়ার কস থেকে তৈরি হবে ইনফ্লুয়েঞ্জার ওষুধ!

ব্যাঙের চামড়ার কস থেকে তৈরি হবে ইনফ্লুয়েঞ্জার ওষুধ!

ঢাকা, ১৯ এপ্রিল, এবিনিউজ : যুক্তরাষ্ট্রের একদল বিজ্ঞানী বলছেন, এক বিশেষ জাতের ব্যাঙের চামড়ার কস থেকে ফ্লু ভাইরাসের ওষুধ তৈরিতে অগ্রগতি হয়েছে। অ্যাটলান্টার এমরয় বিশ্ববিদ্যালয়ের গবেষকরা বলছেন, দক্ষিণ ভারতের এক ধরনের ব্যাঙের চামড়া থেকে যে কস বের হয়, তা পরীক্ষা করে তারা বলেছেন এই কস কয়েক ডজন ইনফ্লুয়েঞ্জার ভাইরাস মেরে ফেলতে সক্ষম।

এই কসের মধ্যে একটি উপাদান থাকে বিজ্ঞানীরা যার নাম দিয়েছেন উরুমিন । তবে মানবদেহে উরুমিন ব্যবহারের আগে আরো পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন রয়েছে বলে তারা বলছেন।

হুমকির সম্মুখীন হলে ব্যাঙের শরীর থেকে বেশ কয়েক ধরনের পেপটাইড নির্গত হয়।

এই পেপইডগুলো নানা ধরনের ব্যাকটেরিয়ার বিরুদ্ধে প্রতিরোধ হিসেবে কাজ করে।
-বিবিসি বাংলা

বিএন/জনি/জসিম/জেডি

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত