logo
মঙ্গলবার, ২৪ জানুয়ারি ২০১৭
 
  • হোম
  • রাজনীতি
  • বিএনপি ও জামায়াত পাকিস্তানি ভাবধারায় বিশ্বাসী : হানিফ

বিএনপি ও জামায়াত পাকিস্তানি ভাবধারায় বিশ্বাসী : হানিফ

বিএনপি ও জামায়াত পাকিস্তানি ভাবধারায় বিশ্বাসী : হানিফ
ঢাকা, ০৮ আগস্ট, এবিনিউজ : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এমপি বলেছেন, বিএনপি ও জামায়াত পাকিস্তানি ভাবধারায় বিশ্বাসী। দল দুটির মধ্যে নীতিগত কোনো পার্থক্য নেই। এ জন্য বিএনপির কমিটিতে দ-প্রাপ্ত যুদ্ধাপরাধী দলের আত্মীয়-স্বজনদের কমিটিতে স্থান দেয়া হয়েছে।
আজ সোমবার সকালে বনানী কবরস্থানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের জন্মবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছার ৮৬তম জন্মবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগ ও তার সহযোগী বিভিন্ন সংগঠন তার সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে। পরে সেখানে বঙ্গমাতার রুহের মাগফিরাত কামনা করে কোরানখানি, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
 
এবিএন/সোম-১ম/রাজনীতি/ডেস্ক/মুস্তাফিজ/সাদিক

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত