logo
রবিবার, ২৫ জুন ২০১৭
 

সেহরি ও ইফতার | রমজান-২৯

সেহরির শেষ সময় : ভোর ৩:৩৯

ইফতার : সন্ধ্যা ৬:৫৩

  • হোম
  • সারাদেশ
  • ফরিদপুরে ভাঙ্গন রোধে ঝুকিপূর্ণ আটস্থানে সংস্কার চলছে (ভিডিও)

ফরিদপুরে ভাঙ্গন রোধে ঝুকিপূর্ণ আটস্থানে সংস্কার চলছে (ভিডিও)

ফরিদপুরে ভাঙ্গন রোধে ঝুকিপূর্ণ আটস্থানে সংস্কার চলছে (ভিডিও)

ফরিদপুর, ০৮ আগস্ট, এবিনিউজ : এরই মধ্যে ধসে গেছে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার গাজীরটেক ইউনিয়নের ২০০মিটার বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধ, সদর উপজেলার ফরিদপুর-চরভদ্রাসন-সদরপুর পাঁকা সড়কের খুশির বাজার এলাকায় ৪০মিটার এবং সর্বশেষ ভাঙ্গা উপজেলার গোয়ালন্দ-তাড়াইল সড়কের নাসিরাবাদ ইউনিয়নের ১৫০মিটার পাঁকা সড়ক।
এসব সড়ক ও বাঁধ ধসে যাওয়ায় ঝুঁকিতে পড়ে হাজারো মানুষের সহায় সম্পদ। আর তাই এবার নড়েচড়ে বসেছে পানি উন্নয়ন বোর্ড। আর কোথাও যাতে ধ্বসের ঘটনা না ঘটে সে লক্ষে বাঁধ ও সড়কের আরো আটটি স্থানকে ঝুঁকিপূর্ণ বিবেচনা করে ওই সকলস্থানে সংস্কারের কাজ শুরু করেছে জেলার পানি উন্নয়ন বোর্ড। এরই মধ্যে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বাঁশের প্লাসাইটংয়ের মাধ্যমে বালিরবস্তা ফেলে ভাঙ্গণ প্রতিরোধের ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা।


এবিএন/সোম-১ম/সারাদেশ/কে. এম. রুবেল/মুস্তাফিজ/রাজ্জাক

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত