logo
শুক্রবার, ২৪ নভেম্বর ২০১৭
 

আমেরিকার গুপ্তচরবৃত্তি : ফাঁসি ইরানের পরমাণু বিজ্ঞানীর

আমেরিকার গুপ্তচরবৃত্তি : ফাঁসি ইরানের পরমাণু বিজ্ঞানীর
ঢাকা, ০৮ আগস্ট, এবিনিউজ : আমেরিকার হয়ে গুপ্তচরবৃত্তি করার অভিযোগে বিখ্যাত পরমাণু বিজ্ঞানী শাহরাম আমিরিকে ফাঁসি দিল ইরান। ইরানের পরমাণু প্রকল্পের গোপন তথ্য আমেরিকাকে পাচার করার অভিযোগ ছিল তার বিরুদ্ধে। ২০১১ সালে এই অভিযোগেই তাকে গ্রেফতার করা হয়েছিল।
ইরানি এই বিজ্ঞানীর মা জানিয়েছেন, বাড়িতে যখন ছেলের দেহ পাঠানো হয়, তখন তার ঘাড়ে দড়ির দাগ স্পষ্ট বোঝা গেছে। ১৯৭৭ সালে জন্ম এই বিজ্ঞানীর। ২০০৯ সালে মক্কায় হজ্জ করতে যাওয়ার পর থেকেই তারা নিখোঁজ ছিলেন। আমেরিকা থেকে ফেরার পর একটি গোপন এলাকা থেকে জোর করে আমিরিকে হেফাজতে নেয় সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি। একটি ভিডিয়ো রেকর্ডিং-এ আমিরিকে বলতে দেখা গেছে, ‘ওরা আমাকে একটা বাড়িতে নিয়ে গিয়েছিল। কোথায় আমি জানি না। ওরা আমাকে একটা অ্যানাসথেটিক ইঞ্জেকশন দিয়েছিল।’
২০১০ সালে ইরানে ফেরেন আমিরি। তার বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ আনা হয়। এবং ২০১১ সালে তাঁকে গ্রেফতার করা হয়। 
জানা গেছে, ইরানের পরমাণু প্রকল্পের একেবারে গোপন তথ্য জানতেন আমিরি।
 
এবিএন/সোম-১ম/ফরিদুজ্জামান/মুস্তাফিজ/এফডি

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত